কাপ্তাইয়ে ডেঙ্গু প্রতিরোধে নৌ বাহিনীর জনসচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশঃ ০৭ অগাস্ট, ২০১৯ ১২:৪৬:৪৯ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ০২:৪০:২২
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। 'এডিস মশা ও ডেঙ্গু জ্বর' নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌ বাহিনীর কাপ্তাই শহীদ মোয়াজ্জম ঘাঁটির উদ্যোগে বুধবার কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে প্রচার ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, নৌ বাহিনীর সিনিয়র মেডিকেল অফিসার সার্জেন্ট লে. এম রাফি উল হাসান, কাপ্তাই  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারী প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে নৌবাহিনীর সদস্যগণ ও নৌবাহিনী স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীগন কাপ্তাই এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করে। এডিশ মশা ধ্বংসের জন্য নৌবাহিনীর সদস্যগণ ফগার মেশিন ও স্প্রে মেশিনের মাধ্যমে কীটনাশক ছিটায়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions