রাঙামাটি পাবলিক কলেজে Jibon জীবন’র উদ্যেগে হ্যালো ক্যাম্পাস অনুষ্ঠিত

প্রকাশঃ ০৫ অগাস্ট, ২০১৯ ০৬:৩৪:৪৫ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ১২:৫০:০৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ সোমবার পার্বত্য অঞ্চলের সর্বপ্রথম অনলাইন ব্লাড ব্যাংক Jibon"জীবন"  রাঙামাটি পাবলিক কলেজের অস্থায়ী ক্যাম্পাসে তাদের ক্যাম্পাস কার্যক্রম "হ্যালো ক্যাম্পাস" পরিচালনা করে৷

২০১৭ সালে সংগঠনটির উদ্যোগে রাঙামাটির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রথমবারের মত আয়োজিত কার্যক্রমটি বেশ সাড়া ফেলে পার্বত্য অঞ্চলে৷প্রায় দুই বছরের ব্যবধানে আবারো সংগঠনটি শুরু করেছে তাদের কর্মসূচী ৷শিক্ষার্থীরা বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ জানার জন্য সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে ভীড় করে৷

সকাল ১০টায় রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির কার্যক্রমের উদ্ভোধন করেন৷ অধ্যক্ষের শুভেচ্ছা বক্তব্যের মধ্যে তাঁর Jibon"জীবন" এর প্রতি ভালোবাসা ও সমর্থন স্পষ্টভাবে ফুটে উঠছিলো৷ ব্যক্তি জীবনে সংগঠনটি কিভাবে তাঁকেও রক্তদাতা জোগাড় করে দিয়েছে সেই ব্যাপারে স্মৃতিচারণ করেন তিনি৷ গতবছরের স্মৃতি রোমন্থন করে  তিনি বলেন, আমি অত্যন্ত আনন্দিত Jibon"জীবন" সবসময়ই আমাদের কলেজকে গুরুত্ব দিয়ে থাকে৷ সংগঠনটির জন্য তাঁর ভালোবাসা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি৷ অনুষ্ঠানে ঔরনড়হ "জীবন"  সভাপতি আনোয়ারুল কবির সংগঠনে সকলকে যুক্ত থেকে মানবতার সেবায় নিয়োজিত থাকার পরামর্শ দেন ৷রাঙামাটি পাবলিক কলেজের প্রভাষক ও ইউনিট ক্যাম্পাস চীফ আবু কাউসার রিপন এসময় উপস্থিত ছিলেন৷ পাবলিক কলেজের প্রভাষক আদনান পাশা সূজা এসময় ছাত্র-ছাত্রীদের ব্লাড গ্রুপ নির্ণয়ে অংশগ্রহণ করেন৷

এরপর  রাখেন Jibon"জীবন" এর সাধারণ সম্পাদক সাজিদ-বিন-জাহিদ (মিকি)৷ রাঙামাটি পাবলিক কলেজের সুশৃঙ্খল পরিবেশ ও শিক্ষকমন্ডলীর আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন৷

পাবলিক কলেজ ক্যাম্পাসে এর পর ঔরনড়হ"জীবন" এর যুগ্ম সাধারণ সম্পাদক সাইদা জান্নাত ও আবু রায়হানের নেতৃত্বে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়৷ এতে ১৪৫ জন শিক্ষার্থী তাদের ব্লাড গ্রুপ নির্ণয় করে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন Jibon"জীবন" এর সদস্য তৌসিফ মান্নান, তাহমিনা ইয়াছমিন, পলি ত্রিপুরা, তামজিদা তাবাস্সুম, রোমানা ইয়াছমিন, রিতু ফ্লোরা গনছালবেস,ফয়সাল ফাইয়াজ, ইমতিয়াজ ইমন, ফয়সাল মাহমুদ, মোবারক হোসেন রানা, সুবর্ণ বড়–য়া, উম্মে সালমা, সনিয়া আক্তার, শাহিনুর আক্তার শান্তা, মেহের নিগার নিশি, আতাহার মাসুম,জিয়াদ আবরার, হীরা চাকমা, উম্মে সালমা, মিনহাজ উদ্দীন, তাহসিন হোসেন কবিরসহ Jibon"জীবন" রাবিপ্রবি ইউনিট এর সদস্যরা৷

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions