কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

প্রকাশঃ ১৮ জুলাই, ২০১৯ ০২:৪৮:৩০ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৪:২৪:৩২
সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। “মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”। “মৎস্য সেক্টরে সমৃদ্ধি, সুনীল অর্থনিতীর অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাউখালীতে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে র‌্যালি, পোনা অবমুক্তকরণ ও আলোচনার সভার মধ্যদিয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা দীপেন চাকার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাজী শফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রিয়তোষ কান্তি নাথ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাহার মিয়া, উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ের সিএ কাজী আহসান উল্যাহ, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী প্রদীপ দে প্রমূখ।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions