রাঙামাটিতে একসাথে ৩০ জন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ছেলে মেয়ে নিয়োগ পেল পুলিশে

প্রকাশঃ ০৯ জুলাই, ২০১৯ ১১:০৯:৪৬ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০৭:২৩:১২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলায় ১০৩ টাকার বিনিময়ে এবার ৩০ জন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ছেলেমেয়ে পুলিশে চাকুরীতে নিয়োগ পেয়েছে। জেলার ইতিহাসে এই প্রথম একসাথে এতজন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ছেলে মেয়ে পুলিশের চাকুরীতে নিয়োগ পেল।

মঙ্গলবার সকাল ১১ টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে সম্প্রতি পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পন্ন পরবর্তী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য দেন পুলিশ সুপার মো. আলমগীর কবির।

পুলিশ সুপার জানান,  এসব ছেলে মেয়েরা কোটায় নয়, সাধারণ কোটায় স্থান করে নিয়োগ পেয়েছে। তিনি বলেন, ক্ষুদ্র নৃ গোষ্ঠির ছেলেমেয়েরা বাংলায় দুর্বল হলেও ইংরেজী ও গণিত বিষয়ে বেশ এগিয়ে ছিল। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হওয়ার কারণে গরীব পরিবারের মেধাবী ছেলেমেয়েরা নিয়োগ পেয়েছে। এটি অব্যাহত থাকবে জানান আলমগীর কবির।

এবার জেলায় ৯৩টি পদের জন্য ৯৪ জন নারী ৫১০ পুরুষ প্রার্থী অংশ নেয়। এর মধ্যে ৫৩ জন নারী ৩১৪ জন পুরুষ প্রাথমিকভাবে নির্বাচিত হয়। লিখিত পরীক্ষায় ১৬৯ জন উত্তীর্ণ হয়। মৌখিক পরীক্ষায়  ৯৩ জন প্রার্থী নির্বাতি হয়। গত ৩০ জুন এদের নিয়োগ সম্পন্ন হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions