“সীমান্তে বিদ্যমান বন্ধুত্বপুর্ণ সর্ম্পক অব্যাহত রাখার আশাবাদ”

প্রকাশঃ ০৩ জুলাই, ২০১৯ ১২:৩৩:১৫ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ১১:৪৪:৩৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। বিজিবি খাগড়াছড়ি সেক্টর ও বিএসএফ এর ডিআইজি উদয়পুর সেক্টরের মধ্যে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সীমান্ত পিলার ২২৬৫ নিকটবর্তী ভারতীয় অংশে এ  সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।  সভায় ১১ সদস্যের বিজিবি  প্রতিনিধি দলের নেতৃত্বদেন   খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মোহাম্ম সাজ্জাদ। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, বিজিবি খাগড়াছড়ি ৩২ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মো: আতিক চৌধুরী, পানছড়ি ৩ ব্যাটালিয়নের অধিনায়ক  মো: গোলাম মঞ্জুর সিদ্দিকী, খাগড়াছড়ি ৩২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো: আনোয়ারুল হক মন্ডল, নন্দকুমার বিওপির কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার লোকমান হাকিম,রুপসেনপাড়া বিওপি’র কোম্পানী কমান্ডার সুবেদার মো: আব্দুল বারেক শেখ।

অপরদিকে বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্বদেন উদয়পুর সেক্টর ডিআইজি জামিল আহমেদ। ৩৪ বিএসএফ ব্যাটালিয়ন বাগমা’র কমাড্যান্ট শ্যামেল কুমার রুদ্র, ১৬৪ বিএসএফ ব্যাটালিয়ন মহারানীছড়ার কমাড্যান্ট শ্রী রাজপাল সিং,ষ্টাফ অফিসার শ্রী মনিষ আউল, শ্রী রাজীব রঞ্জন রায়, শ্রী দীপেষ সিনহা, কোম্পানী কমান্ডার শ্রী প্রকাশ সুনদি ও শ্রী বিক্রম সিংহ।

সমন্বয় সভায় সীমান্তে বিদ্যমান বন্ধুত্বপুর্ণ সর্ম্পক অব্যাহত রাখার ব্যাপারে উভয় সেক্টর কমান্ডার একমত পোষন করেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions