খাগড়াছড়িতে গ্রীন ভয়েস এর মানববন্ধন

প্রকাশঃ ২০ জুন, ২০১৯ ০৪:৪৭:৫৯ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ১১:২৭:১৪
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। আজ বিশ^ পরিবেশ উপলক্ষে  খাগড়াছড়িতে বায়ু দূষণ রোধে আইনের যথাযথ প্রয়োগ এবং কার্যকর জবাবদিহিতা নিশ্চিতের দাবীতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি শাপলা চত্বরে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এই মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে সংগঠনের খাগড়াছড়ির আহ্বায়ক চারু বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় বক্তারা, জাতীয় পরিবেশ নীতি ২০১৮ যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ নীতি ও পরিবেশ সংরক্ষণের সাথে সম্পর্কিত সকল আইন ও বিধি-বিধান বাস্তবায়ন ও প্রয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রাতিষ্ঠানিক ও আইনগত সক্ষমতা বৃদ্ধি করাসহ প্রতিষ্ঠানসমূহের সুশাসন নিশ্চিত করার দাবি ও বায়ু দূষণরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। মানববন্ধনের পর খাগড়াছড়ির কক বরক লাইব্রেরীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস’র পার্বত্য অঞ্চলের প্রধান সমন্বয়ক সাচিনু মারমা। অন্যান্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন গ্রীন ভয়েস’র খাগড়াছড়ির সদস্য খোকন বিকাশ ত্রিপুরা ও সীমা মারমা।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions