খাগড়াছড়িতে কাল শিশুদের ভিটামিন “এ” প্লাস খাওয়ানো হবে

প্রকাশঃ ১৮ জুন, ২০১৯ ০৭:২৯:৪৪ | আপডেটঃ ২৬ মার্চ, ২০২৪ ১১:৫৯:৪২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। প্রতি বছরের ন্যায় এবছরও কাল (বুধবার) ৯৯ হাজার ৯’শ ৪২ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগ খাগড়াছড়ি ও এনএনএস এর আয়োজনে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকবৃন্দের সাথে ওরিয়েন্টেশন কর্মশালায় এই তথ্য প্রকাশ করা হয়।

এসময় অতিথি হিসেবে  উপস্থিত ছিলন খাগড়াছড়ি সিভিল সার্জেন এর ডেপুটি সভিল সার্জেন সরোয়ার মাহবুব, সিনিয়র শিক্ষা কর্মকর্তা মেমং মারমা, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ইন্দু বিকাশ চাকমা, খাগড়াছড়ি জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ এবং খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক কানন আচার্য্য।

কর্মশালায় ডেপুটি সিভিল সার্জেন বলেন, খাগড়াছড়ি জেলায় ২২ তারিখ ৬-১১ মাস বয়সী ১২ হাজার ৭ শত ৬৩ জন ও ১২-৫৯ মাস বয়সী ৮৭ হাজার ১ শত ৭৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে অবহিত করেন এবং গনমাধ্যমে ব্যাপক প্রচারে সাংবাদিকদের অনুরোধ জানান।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions