খাগড়াছড়িতে ঈদের নামায আদায়

প্রকাশঃ ০৬ জুন, ২০১৯ ১২:০৮:০৮ | আপডেটঃ ২৫ মার্চ, ২০২৪ ১১:২৭:১৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।  সকাল সাড়ে ৮টায় জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের  প্রথম জামাতে জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পৌরসভার মেয়র রফিকুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলমসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ীসহ সাধারণ মানুষ অংশ নেন। ধর্মপ্রাণ মুসল্লিদের নিরাপত্তা ও ঈদের নামাজ নির্বিঘœ করতে ঈদগাহ ও আশে পাশের স্থানে মোতায়েন ছিলো বাড়তি পুলিশ।

নামাযে অংশ নেয় জেলা শহরের বিভিন্ন এলাকার হাজারো মানুষ। পরে পাহাড়ের বসবাসরত সকল সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতিসহ দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কমানায় মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে-অপরের সাথে কোলাকুলি করে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া পুরাতন পুলিশ লাইন্স জামে মসজিদ, শালবন মসজিদ, খেজুর বাগান জামে মসজিদ, গাউছিয়া মসজিদ, শান্তিনগর মসজিদ, কুমিল্লা টিলা জামে মসজিদ ও মোহাম্মদপুর জামে মসজিদসহ ২৮টি স্থানে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions