লংগদুতে অস্ত্রসহ জেএসএস (মূল) দলের চাঁদা কালেক্টর আটক

প্রকাশঃ ২২ মে, ২০১৯ ০১:১০:২০ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৯:২০:৫৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলার লংগদু উপজেলার রাঙ্গীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি সেনা রিজিয়নের নেতৃত্বাধীন লংগদু জোন।

আজ মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ৮টায় লংগদুর ভাষান্যাদম ও গুলশাখালী এলাকায় অবৈধ চাঁদা আদায় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাগাজী চাকমা (৪৭) নামে এক চাঁদা কালেক্টরকে  একটি এলজি পিস্তলসহ আটক করে।

আটক সোনাগাজী চাকমা লংগদু উপজেলার দোজরপাড়া এলাকার মৃত মুক্তা কিশোর চাকমা ছেলে।

লংগদু থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত চাঁদাবাজ আটকের ঘটনা সত্যতা স্বীকার করেছেন। আটককৃতকে লংগদু থানায় হস্তান্তর শেষে মামলা করা হবে বলেও তিনি জানান।

জানা যায়, আটককৃত চাঁদা কালেক্টর সোনাগাজী চাকমা জেএসএস (মূল) দলের একজন সক্রিয় সদস্য এবং সে দীর্ঘদিন ধরে এই এলাকার সাধারণ জনগণকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলো।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions