বান্দরবানে নিহত সেনা সদস্য নিপুন চাকমার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

প্রকাশঃ ১৯ মে, ২০১৯ ০৮:০২:৫১ | আপডেটঃ ০৫ মে, ২০২৪ ০৫:৩৬:৪৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বান্দরবানে পরিত্যক্ত মটার সেল বিস্পোরনে নিহত সেনা সদস্য নিপুন চাকমার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার দুপুরে বান্দরবানের সুয়ালক ইউনিয়নের আমতলী এলাকায় সেনাবাহিনীর ভারি অস্ত্রের ফায়ারিং রেঞ্জে ফায়ারিং এর জন্য ঝোপ জঙ্গল কেটে পরিস্কার করার সময় পরিত্যক্ত সেল (বোমা) বিস্ফোরণে ঘটনাস্থলে সেনাবাহিনীর ২ সদস্য জাহিদুল ইসলাম এবং আহত নিপুন চাকমাকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সিএমএইচে  নেয়ার পথে মারা যায়।

নিপুন চাকমার লাশের ময়না তদন্ত শেষে আজ রোববার দুপুরে  সার্কিট হাউজ সংলগ্ন হেলিপ্যাডে হেলিকপ্টারে করে রাঙামাটি আনা হয়। পরে তার বাবা ক্রিপাধন চাকমা লাশ বুঝে নেন। নিহত নিপুন চাকমার বাড়ী রাঙামাটি সদরের কতুকছড়ির মধ্যপাড়া এলাকায়।

সে কুমিল্লার ১৬ প্যারা ব্যাটালিয়নের সদস্য ছিল।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions