কাল শোভা ত্রিপুরার ২টি বইয়ের মোড়ক উন্মোচন করা হবে

প্রকাশঃ ১৬ মে, ২০১৯ ০১:৪৭:৫০ | আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৪ ১০:৫৩:১৪
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। আগামীকাল ১৬ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি প্রেস ক্লাব হল রুমে লেখক শোভা ত্রিপুরা’র ‘বৌদ্ধ ধর্মে নারীর অবদান’ এবং ‘সীমানা পেরিয়ে’ গ্রন্থের পাঠ উম্মোচন করা হবে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ-এর চেয়ারম্যান কংজরী চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে দুটি গ্রন্থের পাঠ উম্মোচন করবেন। পাহাড়ের বিশিষ্ট লেখক শোভা ত্রিপুরা বেগম রোকেয়া পদক এবং তাঁর স্বামী মংছেনচীং মংছিন্ নিজেও একজন ‘একুশে পদক’ জয়ী।

অনুষ্ঠানে লেখক, সাংবাদিক, জনপ্রতিনিধি, এবং সাহিত্য ও বই অনুরাগীরা উপস্থিত থাকার কথা রয়েছে। 
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions