শিক্ষার মান উন্নয়নে দপ্তর প্রধানদের বিদ্যালয় পরিদর্শনের আহবান

প্রকাশঃ ১৫ মে, ২০১৯ ১২:১৩:৪০ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০২:০৫:৫৩
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, খাগড়াছড়ি জেলার সকল উপজেলা পরিষদ চেয়ারম্যানদের সাথে পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগে উন্নয়ন কর্মকান্ডগুলো সমন্বয় রেখে কাজ সম্পাদন করা হবে।

জেলার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুনগত মান বাড়াতে সকল উপজেলা দপ্তর প্রধানদের সংশ্লিষ্ট কাজের পরিদর্শন সময় পাশের প্রাথমিক বিদ্যালয় গুলো পরিদর্শন করে বিদ্যালয়ে উন্নয়ন দিক নিদের্শনা প্রদানে মাধ্যমে শিক্ষা কাজের তদারকি করার আহ্বান করেন ।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, এসব কথা বলেন।

উক্ত সভায় পার্বত্য জেলা পরিষদ নিবার্হী কর্মকর্তা টিটন খীসা’র সঞ্চালনায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, জেলার সিভিল সার্জন মো: ইদ্রিস মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আবুল হাশেম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো: মেহেদী হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী ত্রিপুরা, দিঘীনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো:হাজী মো: কাশেম, লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরীসহ বিভিন্ন দপ্তরে উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ-এ হস্তান্তরিত বিভাগে সংশ্লিষ্ট দপ্তরে উধ্বর্তন কর্মকর্তারা এপ্রিল ও মে দুই মাসের উন্নয়নে প্রতিবেদন উপস্থাপন করেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions