খাগড়াছড়িতে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

প্রকাশঃ ১২ মে, ২০১৯ ০৭:১৪:৩০ | আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ ০৫:১১:৪৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। "সবার জন্য স্বাস্থ্য" অর্জনে সোচ্চার এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আর্ন্তজাতিক নার্সেস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেছে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের নার্সিং কর্মকর্তাববৃন্দ।রোববার (১২মে) সকাল সাড়ে ৯ টার দিকে হাসপাতাল ক্যাম্পাসের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে পুরো ক্যাম্পাস ঘুরে পরে হাসপাতাল মিলনায়তন হলে এসে আলোচনা সভা করেন।

জেলা পাবলিক হেলথ্ নার্সিং কর্মকর্তা রোকেয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জয়া চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রোগীদের সেবা দিতে গেলে যেমনি ডাক্তার প্রয়োজন তার সাথে নার্সেস গুরুত্ব অনেক বেশি। সরকার নার্সেদের জীবন মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। রোগীদের সেবায় নার্সরা সবসময় পাশে আছে এবং থাকবে বলে তিনি মন্তব্য করেন।      
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরএমও ডা. নয়নময় ত্রিপুরা, ডা.রাজেন্দ্র ত্রিপুরা, ডা. সুবল জ্যোতি চাকমা, ডা.অনুতোষ চাকমা এবং নার্সিং সুপারভাইজার জুরানমনি মনি চাকমা ।   

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions