“হৃদয়ে বাঘাইছড়ি”র রাঙামাটি ইউনিটের যাত্রা শুরু

প্রকাশঃ ২৩ মার্চ, ২০১৯ ১১:১৭:৫৭ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ০৮:৫২:১৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।  সামাজিক সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন "হৃদয়ে বাঘাইছড়ি" রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারের আশে-পাশে পরিস্কার করার মাধ্যমে যাত্রা শুরু করেছে  "হৃদয়ে বাঘাইছড়ি" রাঙামাটি ইউনিট। ইউনট গঠন উপলক্ষে এক আলোচনা সভা রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদস্য শাহরিয়ার রাকিব এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন হৃদয়ে বাঘাইছড়ির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান(সোহাগ)।

এসময় আলোচনা সভা শুরুর পূর্বে বাঘাইছড়ির ১৮ই মার্চ বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। এতে উপস্থিত সকল সদস্যদের পরিচয় প্রদানের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন এবং সকল সদস্যদের মতামত গ্রহন করেন।

আগামী ২৬ এ মার্চ রাঙামাটি ইউনিটের স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

হৃদয়ে বাঘাইছড়ির রাঙামাটি  ইউনিটকে নান্দনিক বাঘাইছড়ি গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে একসাথে কাজ করার আহবান জানিয়ে আলোচনা সভা সমাপ্ত হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions