প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ ১৪ মার্চ, ২০১৯ ০৯:২৪:১৫ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ১১:১১:১০
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। আগামী ১৮ মার্চ অনুষ্ঠিতব্য ৫ম উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদে প্রশিক্ষন কর্মশালা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি সরকারি কলেজে নির্বাচন প্রশিক্ষণ ইনিস্টিটিউট, ঢাকা এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।  

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাঁন মো: নাজমুল সোয়েব উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন।  তিনি প্রশিক্ষণনার্থীদের উদ্দেশ্যে বলেনম সুষ্ঠ ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের টীম স্প্রিট নির্বাচনের জন্য গুরুত্বপুর্ণ। সুষ্ঠু নির্বাচনা অনুষ্ঠানে ভোট গ্রহণ কর্মকর্তাদের সততা, নিষ্ঠা এবং আইনানুগ দায়িত্বপালনের আহবান জানান তিনি।
উল্লেখ্য যে, দিন ব্যাপী আয়োজিত এ প্রশিক্ষন কর্মশালায় প্রায় ৩০০ জন ভোটগ্রহন কর্মকর্তা অংশগ্রহন করেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions