উপজেলা নির্বাচনে ভোট গ্রহনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রকাশঃ ১২ মার্চ, ২০১৯ ১১:০০:৫২ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৮:৪৪:৩৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে ভোট গ্রহনকারী কর্মকর্তাদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে । মঙ্গলবার সকালে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের হলরুমে এই প্রশিক্ষণ শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম ।

এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার , অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম,সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন,বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:শহীদুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নোমান হোসেন প্রিন্স।

দুইদিনব্যাপী এই প্রশিক্ষণে প্রায় তিনশত ভোট গ্রহনকারী কর্মকর্তা অংশ নেয় আর আগামী ১৩ মার্চ এই প্রশিক্ষণের সমাপ্তি হবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions