আলীকদমে সেনা অভিযানে পপি ক্ষেত ধ্বংস

প্রকাশঃ ০৭ মার্চ, ২০১৯ ১২:৪৫:২৬ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৭:৪৩:৫৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বুধবার (৬ মার্চ) বিকেলে এক সেনা অভিযানে আলীকদমে নিষিদ্ধ পপি ক্ষেত ধ্বংস করা হয়েছে। আলীকদম জোনের উপ অধিনায়ক মেজর এএসএম ফখরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে সেনা সদস্যরা আনুমানিক ৩৫ শতক জমির নিষিদ্ধ পপি গাছ ধ্বংস করেন।

সংশ্লিষ্ট সুত্র জানায়, উপজেলা কুরুকপাতা ইউনিয়ন এর লাংরিন পাড়ার মৃত কনচং ম্রোর ছেলে সিয়াদুই ম্রো শীল চন্দ্র পাড়াায় ধান চাষের পাশাপাশি গোপনে পপি চাষ করে আসছিলো। এ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানের খবর টের পেয়ে সিয়াদু ম্রো পালিয়ে যায়।
পরে সেনাবাহিনী সব পপি গাছ উঠিয়ে আগুনে পুড়িয়ে  ধ্বংস করা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions