লামায় মিয়ানমারের ৫ নাগরিক আটক

প্রকাশঃ ০৩ মার্চ, ২০১৯ ১১:৩৮:২৬ | আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ ০৮:০০:৫২
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের লামা উপজেলায় মিয়ানমারের ৫ নাগরিক আটক করে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা চেক পোস্টে কর্মরত পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা একটি যাত্রীবাহি গাড়িতে তল্লাসি চালিয়ে আজ রোববার বিকালে তাদেরকে আটক করেন। আটককৃতরা হলো মিয়ানমারের আরকান রাজ্যের বাসিন্দা মৃত নুর আলমের ছেলে আবুল কালাম (৩৪), মৃত ফয়েজ আহমদের ছেলে সাদেক আলী (৩১), আবদুল হামিদের ছেলে আলী আহমদ (২৯), ছিদ্দিক আহমদের ছেলে হামিদ হোসেন (৩০) ও মৃত মোস্তাক আহমদের ছেলে সামছুল আলম (৩৫)।

জানা যায়, ইয়াংছা চেক পোস্টে কর্মরত পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা রোববার বিকাল ৪টার দিকে কক্সবাজারের চকরিয়া থেকে আলীকদমগামী একটি যাত্রীবাহি বাসে তল্লাসী চালায়। এ সময় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় এই ৫জনকে আটক করেন। পরে আটককৃতদের থানায় সোপর্দ করা হয়।

মিয়ানমার নাগরিক আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা বলেন, আটককৃতদের কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেয়া হয়েছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions