খাগড়াছড়িতে জাতীয় ভোটার দিবস পালন

প্রকাশঃ ০২ মার্চ, ২০১৯ ১২:১২:০৩ | আপডেটঃ ০৬ মে, ২০২৪ ০৭:৪৩:২৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। “ভোটার হব, ভোট দেব” এ শ্লোগানে খাগড়াছড়ি পার্বত্য জেলায় পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিস এ উপলক্ষে সকালে খাগড়াছড়ি টাউন হল চত্বর থেকে একটি র‌্যালী বের করে। র‌্যালীটি শহরের শাপলা চত্বর,আদালত সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহিদ হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: আহমার উজ্জামান, অতিরিক্তি জেলা প্রশাসক মো: আবুল হাশেম। বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়–য়া, রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো: শানে আলম,চেম্বারের পরিচালক সুদর্শন দত্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্মাট জাতীয় পরিচয়পত্র বিতরণ, নতুন ভোটার অন্তভুক্তিকরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions