ইউপিডিএফ’র কেন্দ্রীয় নেতা আনন্দ প্রকাশ চাকমাকে গ্রেফতারের অভিযোগ

প্রকাশঃ ২৪ ফেব্রুয়ারী, ২০১৯ ০৫:২০:৩৮ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৫:৩১:৫৯
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। ইউনাইটেডপিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কেন্দ্রীয় দপ্তর থেকে আজ ২৪ ফেব্রুয়ারি ২০১৯, রোবার সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে আইন-শৃঙ্খলাবাহিনী কর্তৃক দলটির দপ্তর সম্পাদক আনন্দ প্রকাশ চাকমাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগ থেকে নিরন চাকমা পাঠানো বিবৃতিতে অভিযোগ করে বলা হয়,চিকিৎসার জন্য ঢাকায় গেলে গতকাল শনিবার (২৩ ফেব্রুয়ারি ২০১৯) রাতসাড়ে ৭টার সময় ঢাকার শেরেবাংলা এলাকার একটি বাসা থেকে সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলাবাহিনীর একদল সদস্য আনন্দ প্রকাশ চাকমাকে অসুস্থ অবস্থায় গ্রেফতার করে নিয়ে যায়। এরপর থেকে তাঁর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। ফলে তার জীবন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।

বিবৃতিতে অবিলম্বে আনন্দ প্রকাশ চাকমাকে নিঃশর্ত মুক্তি দেয়ার জোর দাবি জানানো হয়েছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions