মহান একুশে উপলক্ষে “জীবন” এর নানা আয়োজন

প্রকাশঃ ২২ ফেব্রুয়ারী, ২০১৯ ১২:৫৩:০৬ | আপডেটঃ ০৬ মে, ২০২৪ ০৪:৩২:৪১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আর্ন্তজাতিক  মাতৃভাষা দিবস উপলক্ষে আজ রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার কমপ্লেক্সে স্কুল, কলেজ পড়–য়া শিক্ষার্থীদের নিয়ে চমকপ্রদ এক প্রতিযোগিতার আয়োজন করে পার্বত্যাঞ্চলের সর্বপ্রথম অনলাইন ব্লাড ব্যাংক jibon “জীবন”৷
বাংলাদেশে এই প্রথমবার শহীদ মিনার তৈরীর প্রতিযোগিতার আয়োজন করেছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ী দেশ সেরা সংগঠনটি৷ সহজলভ্য কাঁচামাল ব্যবহার করে ছাত্র-ছাত্রীরা তৈরী করেছে শহীদ মিনার৷ ছোট শিশুরা এঁকেছে তাদের চোখে যেমনিভাবে ধরা দিয়েছে ভালোবাসার স্তম্ভটি৷ 


রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান থেকে প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী “অস্তিত্বে ২১” শিরোনামে প্রতিযোগিতায় অংশ নেয়৷
তিন জেলার ৯টি কলেজ ও ২৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে ১৮টি শহীদ মিনারের মডেল জমা পড়েছে৷

প্রতিযোগিতাটি সারাদেশের মধ্যেই ব্যতিক্রম এবং অনন্য এই কারনেই যেহেতু প্রতিযোগিতার মূল উদ্দেশ্য সারা দেশে অভিন্ন শহীদ মিনার তৈরীর নীতিমালা প্রণয়নের জন্য দাবী উপস্থাপন৷

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী৷বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুশিল্পী মোহাম্মদ রেজাউল করিম ও মোঃ ইব্রাহীম, সাংবাদিক মোহাম্মদ সোলাইমান ও ছাত্র প্রতিনিধি সুলতান মোহাম্মদ বাপ্পা৷ সহ-সভাপতি অমিরাজ দাশের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইদা জান্নাত ও বিশাল চৌধুরী৷

ঔরনড়হ“জীবন” এর সাধারণ সম্পাদক সাজিদ-বিন-জাহিদ (মিকি) বলেন, “আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশে এখনো শহীদ মিনার কোন নির্ধারিত অবকাঠামো নীতি মেনে তৈরী হচ্ছে না৷ এই সুযোগ নিয়ে বিভিন্ন কুচক্রী আমাদের ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে৷ আমাদের দাবী সারাদেশে যতগুলো শহীদ মিনার তৈরী হবে, তার জন্য যেন একটি অভিন্ন অবকাঠামোর নীতিমালা প্রণয়ন করে দেয়া হয়৷”
ঔরনড়হ“জীবন” সমন্বয়ক মোবারক হোসেন চৌধুরী রানা বলেন, “আমরা চাই প্রতিটি শিশু ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস ও আত্মত্যাগ সম্পর্কে সচেতন হোক৷ এজন্যই আমরা তাদের নিয়ে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করেছি৷

পৌর মেয়র জনাব আকবর হোসেন চৌধুরী তার বক্তব্যে বলেন, “আমরা রাঙামাটি পৌরসভা থেকে বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার তৈরী করে দিয়েছি৷ তবে ভবিষ্যতে অবশ্যই একটি অভিন্ন অবকাঠামো নীতি আসাকে আমরা সাধুবাদ জানাবো৷ “জীবন” যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই আমাদের ভাবমূর্তি দেশে সুপ্রতিষ্ঠায় ভূমিকা রাখবে৷”

সংগঠনের সাংগঠনিক সম্পাদক নীলাভ চৌধুরী আয়োজকদের পক্ষে সকলের কাছে অনুরোধ করেন যেন প্রস্তাবনার পক্ষে সবাই একত্বতা ঘোষণা করেন৷
এছাড়াও সংগঠনের কার্যক্রমের প্রসার ঘটাতে সংশ্লিষ্ট মহলের সহযোগিতার জোর দাবি জানান৷এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর গবেষণা সংস্থা সিআরআই এর পক্ষ থেকে পাঠানো বই “বঙ্গবন্ধুর উদ্ধৃতি” এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা৷

যে ভাষার জন্য এদেশের দামাল ছেলেরা বুঁকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছে তাঁদের শ্রদ্ধায় কোনরুপ বিদ্রুপ সহ্য করা হবে জাতির জন্য চরম অবমাননা৷তাই এই যৌক্তিক প্রস্তাবনার পক্ষে আওয়াজ তুলুক প্রতিটি বাংলাভাষী৷পাহাড়ের আওয়াজ শুনে এগিয়ে আসুক সবাই “জীবন” এর আহবানে৷

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions