সাজেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে চিকিৎসা সেবা দিচ্ছে বাঘাইহাট ৫৪ বিজিবি

প্রকাশঃ ১২ ফেব্রুয়ারী, ২০১৯ ০৪:৩৮:৫৫ | আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ ০৩:৪২:৩৪
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। পার্বত্য জেলা রাঙামাটির সাজেকের দূর্গম কংলাক পাড়ায় হতদরিদ্র পিছিয়ে পড়া জনগোষ্ঠির মাঝে দিনব্যাপী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেছেন বাঘাইহাট ৫৪ বিজিবি'র  কর্তৃপক্ষ। গতকাল  সোমবার বার (১১ফেব্রুয়ারি )   দুপুর ২টা থেকে কংলাক পাড়া রক প্যারাডাইসে মেডিকেল ক্যাম্পেইনটি  অনুষ্ঠিত হয়।

এসময় স্থানীয়  দূর্গম পাহাড়ের পিছিয়ে পড়া লুসাই,ত্রিপুরা,চাকমা সম্প্রদায়ের প্রায়  দেড়শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন বাঘাইহাট ৫৪বিজিবি'র  মেডিকেল অফিসার ক্যাপ্টেন কাজী আবু সাঈদ এর নেতৃত্বে মেডিকেল টিমের সদস্যরা ।

উক্ত মেডিকেল ক্যাম্পেইন এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৪বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ (অর্ডন্যান্স)।

চিকিৎসা নিতে আসা মতি ত্রিপুরা বলেন,আমাদের মত হতদরিদ্ররা উপজেলা সদরে গিয়ে টাকা দিয়ে  চিকিৎসা সেবা ও ঔষধ নেওয়া  সম্ভব নয়। আমাদের মত অসহায়দের পাশে বাংলাদেশের গর্বিত বিজিবি দাড়িয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এর ধারাবাহিকতা কামনা করি।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions