বাঘাইছড়িতে দুবৃর্ত্তদের গুলিতে জেএসএস এমএন লারমা গ্রুপের কর্মী বসু চাকমা নিহত

প্রকাশঃ ০৪ জানুয়ারী, ২০১৯ ১১:২২:১১ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০১:৩২:৫৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।  রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় আজ শুক্রবার সন্ধ্যায় দুবৃর্ত্তদের গুলিতে জনসংহতি সমিতি এমএন লারমা গ্রুপের এক কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আঞ্চলিক দলগুলোর আধিপত্যের জেরে বাঘাইছড়ি উপজেলার বাবু পাড়া এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টায় ভাত খেতে বসার সময় হঠ্যাৎ বাসার সামনে এসে এলোপাথারি গুলি করলে বসু চাকমা (৪০) ঘটনাস্থলে নিহত হয়, এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার পর র্পই নিরাপত্তাবাহিনী ঘটনাস্থলে গিয়ে একটি এলজি, ৯ রাউন্ডসহ মরদেহ উদ্ধার করে।

জনসংহতি সমিতি এমএন লারমা গ্রুপের প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা ঘটনার জন্য জেএসএস সন্তু লারমা গ্রুপ এবং মুল ইউপিডিএফকে দায়ী করেছেন। তিনি আরো জানান, নির্বাচনের সময় আমাদের নিজস্ব কোন প্রার্থী না থাকায় আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির প্রাথীর্কে  সমর্থন দিয়েছে একারণে হয়ত  তারা এই ঘটনা ঘটিয়েছে।

তবে জেএসএস নেতারা  ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মনজুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কাল ময়না তদন্তের জন্য লাশ খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions