রাঙামাটিতে পৌরসভার উদ্যেগে নির্বাচনী ব্যানার ফেস্টুন অপসারণ শুরু

প্রকাশঃ ০৪ জানুয়ারী, ২০১৯ ০৭:১৬:৫৮ | আপডেটঃ ০১ মে, ২০২৪ ০৬:৫২:২০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দলের প্রার্থীদের পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ শুরু করেছে রাঙামাটি পৌরসভা কর্তৃপক্ষ। 

গতকাল বৃহস্পতিবার সকালে  রাঙামাটি পৌর মেয়র আকবর চৌধুরী এই পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনের পর পরই পৌরসভার বিপুল সংখ্যক পরিচ্ছন্ন কর্মীরা শহরের বিভিন্ন স্থানে পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণে নামেন।

রাঙামাটি পৌর প্যানেল  মেয়র জামাল উদ্দিন জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক নির্বাচন শেষে প্রত্যেক প্রার্থীর নিজ উদ্যোগে তার নির্বাচনী এলাকার সব ব্যানার ফেস্টুন ও পোস্টার অপসারণ করার কথা। কিন্তু রাঙামাটি সংসদীয় আসনে অংশগ্রহনকারী ৬ জন প্রার্থীর কেউই সেই নির্দেশনা মানছেন না। তাই পৌর মেয়র, পৌর পরিষদের কাউন্সিলর, নারী কাউন্সিলরসহ পরিচ্ছন্ন কর্মিরা  শহর থেকে ব্যানার ফেস্টুন ও পোস্টার অপসারণ কার্যক্রম পরিচালনা করছেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions