প্রকাশঃ ০৪ জানুয়ারী, ২০১৯ ০৬:৪৩:০৫
| আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ১১:৩৫:৪৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে সেনা পরিবার কল্যাণ সমিতি (সেপকস) এর উদ্যোগে শতাধিক শীতার্ত ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সাড়ে ১১টায় রাঙামাটি রিজিয়ন সদর দপ্তরের প্রান্তিক হলরুমের মাঠে সেপকস রাঙামাটি শাখার সহ সভানেত্রী শারমিলা মেহমুদ অতিথি হিসাবে উপস্থিত শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন। এসময় তিনি বলেন, সেনা সদস্যদের পরিবারের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কাজের পাশাপাশি পাহাড়ের হত-দরিদ্র মানুষের কল্যানে কাজ করছে ‘‘সেনা পরিবার কল্যাণ সমিতি (সেপকস)। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় সেপকস রাঙামাটি শাখার সচিব তাহসিনা চৌধুরী লুনা, রাঙামাটি রিজিয়নের জিএসও টু (ইন্ট) মেজর সৈয়দ তানভীর সালেহসহ সেপকস এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।