গুইমারায় সেনা পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশঃ ০২ জানুয়ারী, ২০১৯ ০৮:২৭:৩৪ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৯:৩৯:৩৯
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির গুইমারাতে সেনা পরিবার কল্যাণ সমিতি (সেপকস) এর উদ্যোগে বিভিন্ন উপজেলার শতাধিক শীতার্ত ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সকালে সেপকস গুইমারা শাখার সহ সভানেত্রী বেগম ফাহমিদা সাজেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন। এসময় তিনি বলেন, সেনা সদস্যদের পরিবারের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কাজের পাশাপাশি পাহাড়ের হত-দরিদ্র মানুষের কল্যানে কাজ করছে ‘‘সেনা পরিবার কল্যাণ সমিতি (সেপকস)। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় সেপকস গুইমারা শাখার সচিব বেগম ফারহানা নওরোজ, কোষাধ্যক্ষ বেগম হোসনে জাহান তানি, সমন্বয়কারী অফিসার মেজর ইমরুল’সহ সেপকসের অন্যান্য সদস্যের মধ্যে মেজর নাফিদাত, বেগম তোহফা সিদ্দিক ও বেগম সাহানা আকতার উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions