২ হাজার নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান

প্রকাশঃ ২৬ ডিসেম্বর, ২০১৮ ১২:২৪:৪৩ | আপডেটঃ ০২ মে, ২০২৪ ০২:২২:০৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। বঙ্গবন্ধুর আদর্শ অনুপ্রাণিত হয়ে এবং শেখ হাসিনার নেতৃত্বের প্রতি একাতœতা প্রকাশ করে খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে বিএনপি ও বিভিন্ন অংগসংগঠনের প্রায় ২ হাজার নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। আজ মঙ্গলবার বিকালে মানিকছড়ি রাজবাড়ি গেইটে নৌকার সমর্থনে আয়োজিত সমাবেশে আওয়ামীলীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির হাতে নৌকা ও ফুল তুলে দিয়ে তারা আওয়ামীলীগে যোগ দেন।

যোগদানকারিদের মধ্যে মানিকছড়ি উপজেলা বিএনপি‘র সভাপতি এসএম রবিউল ফারুক, সহ-সভাপতি আবুল কাসেম চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার, বিএনপি সমর্থিত সংগঠন মারমা সংগঠন ঐক্য পরিষদের নেতা চহ্লাপ্রু মারমা (মেম্বার), আব্রে মারমা মাস্টার, যুবদলের উপজেলা সেক্রেটারি আব্দুল কাদেরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন।  

অনুষ্ঠানে  সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরা, সাবেক এমপি একেএম আলিম উল্লাহ, প্রার্থীও প্রধান নির্বাচনী এজেন্ট মুক্তিযোদ্ধা রণব্রিকম ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া, চাথোঅং চৌধুরী,জেলা আওয়ামী লীগ নেতা জাহেদুল আলম, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ক্রাসায়ো চৌধুরী, মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি জয়নাল আবেদীন ,সাধারন সম্পাদক মাঈন উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজ নৌকার সমর্থনে মানিকছড়ির ডাইনছড়ি, বাটনাতলীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions