রাবিপ্রবিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ১৯ নভেম্বর, ২০২৪ ০৩:৩৯:৫৩ | আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪ ০৮:৩৭:৪২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলের সাথে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল এগারটায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি, মোঃ জিয়া উদ্দিন বাসেত,যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ,রাজু আহমেদ, সাবেক কেন্দ্রীয়  সহসম্পাদক চট্টগ্রাম বিভাগ ও  সভাপতি, রাঙামাটি  জেলা ছাত্রদল ফারুক আহমেদ সাব্বির,রাঙামাটি জেলা ছাত্রদল সাধারন সম্পাদক আলী আকবর সুমন ,ছাত্রদল নেতা নাসির উদ্দীন অর্ণব ,শামস্ শাহরিয়ার, সাজ্জাদ হোসেন তুষার,সুলেমান বাদশা ও মো: ইউনুস প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ও রাষ্ট্রকাঠামো সংস্কারে দেশে কী ধরনের পরিবর্তন প্রয়োজন এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে আমরা বিভিন্ন ক্যাম্পাসে যাচ্ছি। আওয়ামী সরকারের ১৭ বছরের অপশাসন, অনিয়ম, দুর্নীতি ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে শিক্ষার্থীদের মনে রাজনীতি নিয়ে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা, শিক্ষার্থীরা কী ধরনের পরিবর্তন চায় এসব বিষয় জানছি। শিক্ষার্থীদের মতামতের প্রাধান্য দিয়ে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবো। ছাত্রদল ও ছাত্রলীগ যে সম্পূর্ণ আলাদা সেটা আমাদের কর্মকান্ডের মাধ্যমে প্রমাণ করে দেব।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions