বান্দরবানে সুশাসন ও অংশগ্রহণমূলক বাজেটের অঙ্গীকার

প্রকাশঃ ১৮ নভেম্বর, ২০২৪ ০৩:৩১:০৬ | আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪ ১২:১৯:৩৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান জেলার স্থানীয় সুশাসন এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে সুশীল প্রকল্পের উদ্যোগে জেলা পর্যায়ে এক নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৮ নভেম্বর) বান্দরবানের বিএনকেএস হেড অফিস কার্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় যুব বাজেট, নারী বাজেট এবং জলবায়ু বাজেটের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় নাগরিক সেবার মান উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং অংশগ্রহণমূলক গণতান্ত্রিক বাজেট প্রণয়নে সুধিজনদের সক্রিয় অংশ্রহণ ও তাদের মতামত প্রকাশ।

সভায় আলোচনা ও লক্ষ্য ছিল,যুব, নারী, এবং জলবায়ু বাজেট বিষয়ে তথ্য সংগ্রহ,তৃণমূল, যুব এবং নারীদের সম্পৃক্ত করে তাদের দাবিসমূহ তুলে ধরা,অংশগ্রহণমূলক বাজেট প্রচারাভিযানের জন্য নাগরিক মেনিফেস্টো প্রণয়ন।

এসময় মতবিনিময় সভায় বান্দরবান যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি    রমিজুল ইসলাম, সমাজ সেবা অধিদপ্তরের প্রতিনিধি মংওয়ে নু,  সাংবাদিক বুদ্ধ জ্যোতি চাকমা,  সাংবাদিক কৌশিক দাশ, ডিবিএম থেকে ফেলো আসিফ মইনুর চৌধুরী এবং মো. ওয়াসিক মামুন সাজিদ, বিএনকেএস এর উপ নির্বাহী পরিচালক উবানু মার্মা, কর্মসূচি ব্যবস্থাপক পেশেল চাকমাসহ বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থি ছিলেন।

সভায় উপস্থিত প্রতিনিধিরা স্থানীয় সুশাসন, পরিবেশ বান্ধব বাজেট, এবং উন্নয়ন কার্যক্রমে নাগরিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন, এসময় মতবিনিময় সভায় বক্তারা ভবিষ্যতে এই ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions