প্রকাশঃ ১৭ নভেম্বর, ২০২৪ ০৪:১৯:২৪
| আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪ ১২:১৯:৫৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের চাইল্ল্যাতলী বাজার জবর দখল ও বাজার চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে চাইল্ল্যাতলী বাজারের ব্যবসায়ীরা।
আজ সকালে রাঙামাটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাইল্ল্যাতলী বাজার চৌধুরী মোঃ বেলাল উদ্দিন। লিখিত বক্তব্যে জানানো হয়, ৫আগস্ট পট পরিবর্তনের পর চাইল্ল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনজুরুল আলম, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ রহমত আলী, কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত মোঃ ওয়াসিমসহ কয়েকজন মিলে বাজার ফান্ডের বন্দোবস্তকৃত জায়গা জবর দখলের চেষ্টা চালায়। স্থানীয় মুসল্লীদের বিভ্রান্ত করে বাজার চৌধুরীর বিপক্ষে সাক্ষর নিয়ে অভিযোগ করে। এর আগেও জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে অভিযোগ করলে তদন্তে তা মিথ্যা প্রমানিত হয়। বাজার ফান্ডের বন্দোবস্তিকৃত জায়গা বেদখল থেকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, চাইল্ল্যাতলী বাজারের ব্যবসায়ী মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোহাম্মদ হোসেন, নাছির উদ্দীন, মোহাম্মদ সেকান্দার আলী, মো. জসিম কার্বারী প্রমুখ।
লিখিত অভিযোগে জানানো হয়, মনজুরুল আলম উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক, মোঃ রহমত আলী উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি ও বর্তমানে জেলা যুবলীগের সহ দপ্তর সম্পাদক, মোঃ ওয়াসিম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করলেও পট পরিবর্তনের পর সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে দাবি করে।
তারা হুমকি দিয়ে বলে, পট পরিবর্তনের পর এখন কেউ বাজার চৌধুরীর দায়িত্ব পালন করতে পারবে না। বাজারের দোকান পাট তারাই বরাদ্দ দিবে এবং ব্যবসায়ীদের কাছ থেকে বার্ষিক চাঁদাও দাবি করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।