রাঙামাটির বরকলে ২ ভারতীয় নাগরিকসহ ৭ জনকে আটক করেছে বিজিবি

প্রকাশঃ ১৫ নভেম্বর, ২০২৪ ০৯:২৮:৫০ | আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪ ১০:৩৭:৫৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।   জেলার বরকল উপজেলায় অবৈধভাবে অনুপ্রবেশকারী ২ভারতীয় নাগরিক ও সহযোগি হিসেবে ৫ বাংলাদেশীসহ ৭জনকে আটক করেছে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)।

শুক্রবার বিকেল ৫ টার দিকে  রাঙামাটিগামী যাত্রীবাহী স্পীডবোট তল্লাশী করার সময় সুরেশ চাকমা(৩৯) পিতা - অঞ্জন কুমার চাাকমা ও অরং খান চাকমা, পিতা : জলন্ত কুমার চাকমা নামে দুইজন ভারতীয নাগরিককে আটক করা হয়।  উভয়ের গ্রাম ভারতের ত্রিপুরা ঘাট এবং তারা ভারতের লুংলে জেলার বাাসিন্দা।
এসময়  তাদের কাছ থেকে নগদ ২লাখ ৬৯হাজার একশো টাকাসহ ১টি মোবাইল উদ্ধার করা হয়।

এ বিষয়ে রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মো: আনোয়ার লতিফ খান  জানান,  স্পীডবোট যোগে ৬ যাত্রীসহ রাঙামাটি আসার পথে বরকলে বিজিবির চেকপোস্টে নিয়মিত চেকআপের সময় ২ভারতীয় নাগরিক এবং বোট চালকসহ অন্যান্য ৫জনকে সহযোগি হিসেবে আটক করা হয়েছে।

আটককৃতদের বরকল বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।বিজিবির আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সীমান্তের নিরাপত্তা রক্ষাসহ যেকোন ধরনের অবৈধ কাজসহ অনুপ্রবেশ রোধকল্পে  বিজিবি সদস্যরা কাজ করে যাবে বলে জানান বিজিবি সেক্টর কমান্ডার।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions