রাঙামাটিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশঃ ২৭ অক্টোবর, ২০২৪ ০৫:৫৪:৪৮ | আপডেটঃ ০১ নভেম্বর, ২০২৪ ০৯:১৭:১৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে রাঙামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো: নুরুন্নবীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক  আবু সাদাৎ মো: সায়েম ও নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারন সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম শাকিল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ৫আগস্ট জাতীয়তাবাদী শক্তিসহ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশ নতুনভাবে ঘুরে দাড়ালেও এখন দেশের বিরুদ্ধে পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগসহ তাদের দোসররা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে  দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।

আলোচনা সভার আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। 

আলোচনা সভা শেষে অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবায় জেলা যুবদলের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions