খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ চৌধুরীকে কারাগারে প্রেরণ, বিভিন্ন মহলের নিন্দা

প্রকাশঃ ২৬ অক্টোবর, ২০২৪ ০৬:৩৬:১৬ | আপডেটঃ ০১ নভেম্বর, ২০২৪ ১০:২৫:৩৩

সিএইচটি টুডে ডট কম ডেস্ক। পাচ আগষ্ট পরবর্তী সময়ে দায়ের হওয়া রাজনৈতিক মামলায় গ্রেফতার সাংবাদিক প্রদীপ চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শনিবার বিকেলে খাগড়াছড়ি সদর থানার পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে প্রেরণ করেন।


আদালত সূত্রে জানা যায়, প্রদীপ চৌধুরীর বিরুদ্ধে খাগড়াছড়ি সদর, মানিকছড়ি, পানছড়ি দীঘিনালা থানায় টি মামলা রয়েছে। সব মামলায় আগষ্ট পরবর্তী রাজনৈতিক মামলা।


সাংবাদিক প্রদীপ চৌধুরী খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি। ছাড়া দৈনিক সমকাল, দীপ্ত টিভি দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকায় খাগড়াছড়ি জেলা থেকে কর্মরত।


গতকাল শুক্রবার বিকেলে প্রদীপ চৌধুরীকে খাগড়াছড়ি সদর হাসপাতাল সড়ক থেকে গ্রেফতার করা হয়। প্রদীপ চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদ নিন্দা জানিয়ে অবিলম্বে মুক্তির দাবী জানিয়েছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রামের অনেক পেশাজীবী সাংবাদিক।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions