আগামীকাল থেকে রাবিপ্রবি প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু

প্রকাশঃ ০৮ নভেম্বর, ২০১৮ ০৭:৫৪:২৪ | আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৪ ০১:০৮:১৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে চার (৪) বছর মেয়াদী স্নাতক সম্মান (ইঞ্জিনিয়ারিং ও বিবিএ) প্রোগ্রামে প্রথম বর্ষে এসএমএস এর মাধ্যমে আগামীকাল ৯ নভেম্বর ২০১৮খ্রিঃ সকাল ১০ ঘটিকা থেকে ২৯ নভেম্বর ২০১৮খ্রিঃ রাত ১২টা পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে এবং ভর্তি পরীক্ষা আগামী ৭ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত হবে।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এসএমএস পাঠিয়ে ভর্তি পরীক্ষার আবেদন সম্পন্ন করতে হবে । ইউজার আইডি ((User ID ও পাসওয়ার্ড (Password) নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে এবং পরবর্তীতে অনলাইনে ছবি ও স্বাক্ষর আপলোড করে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে দুইটি ইউনিটে মোট আসন সংখ্যা ১০০ টি, যার মধ্যে এ-ইউনিটে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ৫০ টি ও বি-ইউনিটে ম্যানেজমেন্ট বিভাগে ৫০ টি আসন রয়েছে।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ভর্তির আবেদন করার জন্য বিজ্ঞান শাখায় ২০১৫ বা ২০১৬ সালের এসএসসি/দাখিল/সমমান ও ২০১৭ বা ২০১৮ সালের এইচএসসি/আলিম/ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স/সমমান উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ ও ৪র্থ বিষয়সহ সর্বমোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।

এছাড়াও ২০১৩ বা ২০১৪ সালের এসএসসি/দাখিল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়ে ২০১৭ বা ২০১৮ সালে ৪র্থ বিষয়সহ উক্ত ডিপ্লোমায় ন্যূনতম সিজিপিএ ২.৫০ অর্জন করেছে এবং উভয় পরীক্ষায় মোট জিপিএ ৬.০০ পেয়েছে তারা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ভর্তির আবেদন করতে পারবে।

ম্যানেজমেন্ট বিভাগে ভর্তির আবেদন করার জন্য ২০১৫ বা ২০১৬ সালের এসএসসি/দাখিল/সমমান ও ২০১৭ বা ২০১৮ সালের ব্যবসায় শিক্ষা শাখায় এইচএসসি/আলিম/সমমান উভয় পরীক্ষায় আবেদনকারীর পৃথকভাবে ন্যূনতম জিপিএ ২.৫০ ও ৪র্থ বিষয়সহ সর্বমোট জিপিএ ৫.৫০ থাকতে হবে।
এছাড়াও ২০১৫ বা ২০১৬ সালের এসএসসি/দাখিল/সমমান পরীক্ষা এবং ২০১৭ বা ২০১৮ সালের হিসাব বিজ্ঞানসহ ডিপ্লোমা ইন কমার্স/ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ/ ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম মোট জিপিএ ৫.৫০ পেয়েছে এবং যাদের উভয় পরীক্ষায় আলাদা আলাদাভাবে ন্যূনতম জিপিএ ২.৫০ রয়েছে তারা ম্যানেজমেন্ট বিভাগে ভর্তির আবেদন করতে পারবে।

আবেদনকারীর মোবাইল নাম্বার থেকে ভর্তি পরীক্ষার ফি বাবদ ৬৭৫/- টাকা কেটে নেয়া হবে।

মেধাক্রম অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাদের অগ্রাধিকার দেয়া হবে এবং মুক্তিযোদ্ধা কোটা, উপজাতি কোটা, অ-উপজাতি কোটা ও পোষ্য কোটা রয়েছে।

বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এর ওয়েবসাইট www.rmstu.edu.bd  এ প্রকাশ করা হয়েছে এবং পরবর্তীতে ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য বিজ্ঞপ্তি যথাসময়ে অফিসের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions