নানা আয়োজনে সনাতন ধর্মালম্বীদের শ্যামা পূজা অনুষ্টিত

প্রকাশঃ ০৭ নভেম্বর, ২০১৮ ০৫:৫২:২৩ | আপডেটঃ ০১ মে, ২০২৪ ০৮:০৪:২০
সিএইচটি টুডে ডট কম,বান্দরবান। সনাতনী সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হয়েছে।

শ্যামা পূজা উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা থেকে বান্দরবান শহরের শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির, নোয়াপাড়া কালি মন্দির, শ্রী শ্রী রক্ষা কালি মন্দির সুইচ গেইট ,শ্রী শ্রী কৃষ্ণ মন্দির বনরুপা পাড়াসহ বিভিন্ন মন্দিরে মন্দিরে চলে নানা ধর্মীয় আয়োজন। সন্ধ্যা নামার পর থেকেই প্রতিটি সনাতন ধর্মালম্বী পরিবারে জ্বলে ওঠে মোমবাতির আলো। পুজা মন্ডপে মন্ডপে জড়ো হয় শত শত সনাতনী ভক্তবৃন্দ। এসময় প্রদীপ জ্বালিয়ে আর ধুপধুনা দিয়ে কালি মায়ের কাছে প্রার্থনা করে ভক্তরা।

রাত দশটা থেকে অমাবস্যা শুরুর পর মধ্যরাত পর্যন্ত চলে শ্যামা মায়ের পুজা। শ্যামা পূজা উপলক্ষে রাতব্যাপী বিভিন্ন মন্ডপে মন্ডপে চলে আরতি প্রতিযোগিতা, ঢাক ঢোল বাজনা সহ সাংস্কৃতিক অনুষ্টান । এসময় মায়ের সন্তুষ্টির জন্য বিভিন্ন মন্দিরে মন্দিরে চলে ছাগল বলিদান ।  

হিন্দু পূরাণমতে মাকালী দূর্গাদেবীর একটি শক্তি। সংস্কৃত ভাষার কাল শব্দ থেকে কালী নামের উৎপত্তি । কালীপূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়ের জন্য সনাতনী সম্প্রদায়ের ভক্তরা কালীপূজা পালন করে। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা ,আদ্যমা, তারামা, চামুন্ডি, ভদ্রকালী ,দেবী মহামায়াসহ নানা নামে পরিচিত।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions