রাঙামাটিতে যুবদলের ২ গ্রুপে মারামারি আহত ৬

প্রকাশঃ ০৪ নভেম্বর, ২০১৮ ০৮:১৯:৩১ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৮:৫৬:১৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে বিএনপির দলীয় কার্যালয়ে দু’পক্ষের মারামারির ঘটনায় যুবদলের দুই নেতাসহ ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিকালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মধ্যে এই ঘটনা ঘটে। আহতরা হলেন ৪নং ওয়ার্ড যুবদলের যুগ্ন সম্পাদক মোঃ শাকিল(২৮), তার সহোদর মোঃ শামীম(২২) ও জেলা যুবদলের যুগ্ন সম্পাদক বাবলু। এরমধ্যে শাকিল ও শামীমকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

রোববার দুপুরে শহরের কাঠালতলীতে দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে আহত অপর তিনজনের নাম পাওয়া যায়নি। এঘটনার জেরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বনির্ধারিত রবিবারের আলোচনা সভা বাতিল করেছে দলটি। রাঙামাটি কোতয়ালী থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন মোঃ শাকিল (২৮) বলেন, রোববার বিকেলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার কর্মসুচি ছিল। তাই দুপুরে শহরে কাঠালতলীতে দলীয় কার্যালয়ে তারা অবস্থান করছিলেন। এসময় ৪নং পৌর ওয়ার্ড যুবদলের সদস্য খোরশেদ ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি নান্টু রিভলবার হাতে নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। দলীয় কোন্দলের কারণেই এমনটা ঘটেছে বলেও দাবী করেন তিনি।

তবে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম মারামারির ঘটনাটিকে আওয়ামী লীগের ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তিনি বলেন, তাদের সংগঠনটিকে ভাঙতে দীর্ঘদিন ধরে আওয়ামী ষড়যন্ত্র চলে আসছিল। ঘটনাটি তারই বহির্প্রকাশ। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিটি বানচাল করতেই সরকার দলের ষড়যন্ত্রে এ ঘটনা ঘটেছে। ঘটনাটির জেরে জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্ব নির্ধারিত রেববারের কর্মসূচি বাতিল করেছে সংগঠনটি।

তবে রিভলবার দেখানোর কথা অস্বীকার করেছে প্রতিপক্ষ, জেলা যুবদলের সাধারন সম্পাদক আবু সাদাৎ সায়েম জানান, কেউ রিভলবার দেখানোর প্রশ্নই আসে না, কারণ দলীয় অফিসে পুলিশ পাহাড়া থাকে। প্রতিপক্ষকে ঘায়েল করতে হয়ত মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।

কোতয়ালী থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় দলটি নিজেরাই কর্মসুচি বাতিলের ঘোষণা দিয়েছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions