খাগড়াছড়িতে জেল হত্যা দিবস পালিত

প্রকাশঃ ০৩ নভেম্বর, ২০১৮ ০৬:৪৪:৪৭ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ০১:৩৭:০৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে জেলা হত্যা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কদমতলীর অস্থায়ী কার্যালয় থেকে শোক র‌্যালী বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোক র‌্যালী টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে টাউন হল প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
 
জেল হত্যা দিবসের আলোচনা সভায় খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে পাকিস্তানের দোসররা এখনও এদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের প্রতিহত করতে স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
 
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions