দীঘিনালায় ইউপিডিএফ কর্মী খুনের ঘটনায় স্ত্রীর অভিযোগ দায়ের, কেউ আটক হয়নি

প্রকাশঃ ০৩ নভেম্বর, ২০১৮ ০৬:৪৩:৩৮ | আপডেটঃ ১৮ মার্চ, ২০২৪ ০২:৩৭:১২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির দীঘিনালায় দূর্বৃত্তের গুলিতে নিহত ইউপিডিএফ গণতান্ত্রিকের কর্মী সুমন্ত চাকমা হত্যাকা-ের একদিন অতিবাহিত হলেও এখনও কেউ আটক হয়নি। এঘটনায় শনিবার দুপুরে নিহতের স্ত্রী চম্পা চাকমা দীঘিনালা থানায় অভিযোগপত্র দাখিল করেছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) উত্তম কুমার দেব জানান, দুর্বৃত্তের গুলিতে নিহত সুমন্ত চাকমার স্ত্রী ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আর ৭-৮ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগপত্র দিয়েছে। এটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের প্রস্তুতি চলছে। যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা সবাই ইউপিডিএফর রাজনীতির সাথে সম্পৃক্ত।
শুক্রবার ভোররাতে খাগড়াছড়ির দীঘিনালার মনের মানুষ এলাকায় দূবৃর্ত্তের গুলিতে নিহত হয় ইউপিডিএফ গণতান্ত্রিকের কর্মী সুমন্ত চাকমা। এঘটনার জন্য ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ি করছে সংগঠন ও স্বজনরা।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions