খাগড়াছড়িতে বাঙালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশঃ ০১ নভেম্বর, ২০১৮ ০৯:০৪:১৩ | আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৪ ০৮:১৬:৪৮
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব মিলনায়তনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগি করে নেতাকর্মীরা।

পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মজিদ, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি লোকমান হোসেন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

বক্তারা, বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সাথে সামঞ্জস্য রেখে পার্বত্য চট্টগ্রামের বাঙালীদের সকল সুযোগ সুবিধা প্রদানের দাবি তুলেন। এছাড়া গত এপ্রিল মাসে অপহৃত ৩ যুবককে উদ্ধারে প্রশাসনের ব্যর্থতার নিন্দা জানিয়ে অবিলম্বে শরণার্থীর নামে পাহাড়ীদের পুনর্বাসনে ট্রাস্কফোর্সের বিতর্কিত প্রস্তাব বাতিলের দাবি জানান।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions