দীঘিনালার ইউএনও’র বদলী আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

প্রকাশঃ ৩০ অক্টোবর, ২০১৮ ০৭:০৭:০৮ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৪:৩০:৫৯
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির দীঘিনালার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শহিদুল ইসলামের বদলী আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। মঙ্গলবার সকালে দীঘিনালা কলেজ মোড়ে দীঘিনালার সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আগামী ২৪ ঘন্টার মধ্যে ইউএনও শেখ শহিদুল ইসলামের বদলী আদেশ প্রত্যাহার করা না হলে দীঘিনালায় আগামীকাল বুধবার সড়ক অবরোধের ঘোষণা দেয়া হয়।

এর আগে, উপজেলা সদরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সুশীল সমাজ, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

শেখ শহিদুল ইসলাম ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি ইউএনও হিসেবে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় যোগদান করেন। গতকাল সোমবার তাকে কুমিল্লার চৌদ্দগ্রামে বদলির আদেশ জারি করা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions