খাগড়াছড়িতে নিরাপদ সড়ক দিবস পালিত

প্রকাশঃ ২২ অক্টোবর, ২০১৮ ০৮:১২:৩৮ | আপডেটঃ ০২ মে, ২০২৪ ০২:৩৯:৫৪
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। “আইন মেলে চলবো, নিরাপদ সড়ক গড়বো” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। সোমবার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব হলরুমে গিয়ে শেষ হয়।

পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, পুলিশ সুপার আহমার উজ্জামান ও পৌর মেয়র রফিকুল আলম বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সড়ক দূর্ঘটনা রোধে চালকদের পাশাপাশি যাত্রী ও পথচারীদের ট্রাফিক আইন সর্ম্পকে সচেতন করতে হবে। অদক্ষ চালক ও ত্রুটিপূর্ণ যানবাহন সড়কে চলাচল করাতে না দিতে মালিকদের প্রতি অনুরোধ জানানো হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions