বান্দরবানে ষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের শুরু

প্রকাশঃ ১৬ অক্টোবর, ২০১৮ ০৫:০৫:১৫ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১১:২৪:২২
সিএইচটি টুডে ডট কম,  বান্দরবান। পার্বত্য জেলা বান্দরবানে মহাজমজমাট আয়োজনে ষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হলো সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের। জেলা সদরের কেন্দ্রীয় দুর্গা মন্দির,বালাঘাটা মন্দির,কালাঘাটা,হাফেজঘোনা,মেম্বারপাড়া ও রাজার মাঠসহ বিভিন্ন পূজামন্ডপে চলছে নানা আয়োজনে এই দুর্গোৎসব ।

সোমবার সন্ধ্যায় বান্দরবান রাজার মাঠে সার্বজনীন কেন্দ্রীয় শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিষদের মন্ডপে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে ষষ্ঠী পুজার শুরু হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ জ্বালিয়ে অনুষ্টানের শুভ উদ্বোধন করেন , এসময় শত শত ভক্তরা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাদেবীকে আহবান জানায় ।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম , অতিরিক্ত পুলিশ সুপার মো:কামরুজ্জামান, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী , সার্বজনীন কেন্দ্রীয় শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিষদের সভাপতি লক্ষীপদ দাস , সাধারণ সম্পাদক সৌরভ দাশ শেখরসহ প্রমুখ ।
উদ্বোধন অনুষ্ঠানের পরপরই অনুষ্টানে দেবীস্তুুতি পাঠ করেন শ্রীমৎ স্বামী অভেদানন্দ বহ্মচারী মহারাজ। এরপরে স্থানীয় ও চট্টগ্রামের শিল্পীদের পরিবেশনায় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শক কানায় কানায় পূর্ন হয়ে পড়ে রাজার মাঠের পূজামন্ডপ ।
 
এবারে বান্দরবান জেলায় মোট সাতাশটি পূজামন্ডপে দুর্গা পূজা অনুষ্টিত হচ্ছে আর আগামী ১৯ অক্টোবর  বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে সাংগু নদীতে দেবীকে বির্সজনের মাধ্যমে সমাপ্তি ঘটবে সনাতন সম্প্রদায়ের এই  দুর্গোৎসবের।

 
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions