রাঙামাটিতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলার উদ্বোধন

প্রকাশঃ ১১ অক্টোবর, ২০১৮ ১২:৩৯:৪১ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৮:০২:৫১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে শুরু হয়েছে মাসব্যাপী তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহায়তায় জেলা উদ্যোক্তা উন্নয়ন পরিষদ এ মেলার আয়োজন করে। বুধবার সন্ধ্যায় শহরের কুমার সমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে আয়োজিত মেলার উদ্বোধন করেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বৃষ কেতু চাকমা ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও নারী উদ্যোক্তা নেত্রী মনোয়ারা বেগম। স্বাগত বক্তব্য রাখেন, মেলা আয়োজক কমিটির সদস্য সচিব ধর্মেশ খীসা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতার কারণে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হচ্ছে- যা এখানকার পর্যটন শিল্পেও মারাত্মক নেতবিাচক প্রভাব পড়ছে। ফলে রাঙামাটিতে পর্যটকদের আগমন কমে গেছে। পরিস্থিতি মোকোবেলায় সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে, তবে পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তাঁতবস্ত্র ও হস্তশিল্পের চাহিদা দেশব্যাপী রয়েছে। এ শিল্পের গুণগত মান বাড়াতে পারলে চাহিদা আরও অনেকগুণ বেড়ে যাবে। এ জন্য উদ্যোক্তাদের আরও উন্নয়নমুখী পদক্ষেপ নিতে হবে।

উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব চাকমা জানান, স্থানীয় উদ্যোক্তাদের ঋণ সহায়তার জন্য সিডিউল ব্যাংকগুলোর সমন্বয়ে পার্বত্য চট্টগ্রাম ঋণ সহায়তা নীতিমালা প্রণয়ন করেছে সরকার। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন ব্যাংক স্থাপনে সরকার আরেকটি নির্দেশনা দিয়েছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions