আসন্ন দুর্গাপুজার প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ০২ অক্টোবর, ২০১৮ ০৭:১১:০৯ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ০৭:৩০:৩৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। সনাতন ধর্মালম্বীদের অন্যতম শারদীয় দূর্গাউৎসব উপলক্ষে পূজার সার্বিক প্রস্তুতি নিয়ে বান্দরবানে জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সোমবার বিকেলে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক  মো:আবুল কালামের সভাপতিত্বে এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো:দাউদুল ইসলাম।

সভায় অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্র্তা নোমান হোসেন,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পাবর্ত্য জেলা পরিষদের সদস্য ও বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস, কেন্দ্রীয় দুর্গা মন্দিরের উপদেষ্ঠা সুধাংশু চক্রবর্তী, শ্রী শ্রী দুুর্গাপুজা উদযাপন পরিষদ ১৭ এর সভাপতি অমল কান্তি দাশ,  শ্রী শ্রী দুুর্গাপুজা উদযাপন পরিষদ ১৮ এর সাধারণ সম্পাদক সৌরভ দাশ শেখরসহ সনাতনী সমাজের নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।

সভায় শ্রী শ্রী দুুর্গাপুজা উদযাপন পরিষদ ১৮ এর আয়োজক কমিটি জানায়, আগামী ১৫ অক্টোবর  থেকে ১৯ অক্টোবর পাঁচদিনব্যাপী বান্দরবানে নানা আয়োজনে মহাসমারোহে এই শারদীয় দুর্গোৎসব উৎসব উদযাপন হবে, আর এবারে বান্দরবান জেলায় সর্বমোট পচিঁশটি পুজামন্ডপে সনাতনী সম্প্রদায়ের এই  দুর্গাপুজা চলবে ।

সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা সুষ্ট ও সুন্দরভাবে পালন করতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা ও টহল পুলিশের নজরদারি আরো বাড়ানোর দাবি জানান।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions