শিক্ষার্থীদের জন্য জেলা পরিষদের স্কুল বেঞ্চ প্রদান

প্রকাশঃ ২৬ সেপ্টেম্বর, ২০১৮ ১২:৪১:২০ | আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ ১২:৩৬:০৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ জেলার শিক্ষার মান উন্নয়ন ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুষ্ঠ পরিবেশে পাঠদান করার জন্য ৩৫ লক্ষ টাকা ব্যয়ে ১০টি উপজেলার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৯৫ জোড়া স্কুল বেঞ্চ প্রদান করেছে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে স্কুল বেঞ্চগুলো প্রদান করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর, সদস্য মনোয়ারা আক্তার জাহান, শহীদ আব্দুল আলী একাডেমী স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী’সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।  

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions