লামায় সরকারের সাফল্য অর্জন নিয়ে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

প্রকাশঃ ২০ সেপ্টেম্বর, ২০১৮ ১২:২৭:৩৬ | আপডেটঃ ১৯ মার্চ, ২০২৪ ১২:৫৩:৩৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বর্তমান সরকারের বিভিন্ন সেক্টরে সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং গ্রামীণ জনগোষ্ঠিকে উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষে লামা তথ্য অফিসের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে তথ্য অফিসের মিলনায়তনে উপজেলায় কর্মকরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকদের মাঝে এ প্রেস ব্রিফিং দেন, সহকারী তথ্য অফিসার মো. রুহুল আমিন চৌধুরী। এতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোপাল চৌধুরী ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র তাজুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন।
 
এসময় লামা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. কামরুজ্জামান, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন, মো. ফরিদ উ্িদ্দন, মো. নুরুল করিম আরমান, শ্রীকান্ত খগেশ প্রতি চন্দ্র খোকন, মো. রফিকুল ইসলাম, মংছিংপ্রু মার্মা, তৈয়ব আলী, বেলাল আহমদ, উজ্জ্বল বড়–য়া, মো. জাহিদ হাসান, নাজমুল হুদা প্রমুখ অংশ গ্রহন করেন।

প্রেস ব্রিফিং এ বক্তারা বলেন, সরকার আধুনিক প্রযুক্তি নির্ভর উন্নত বাংলাদেশ বিনির্মানে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রুপান্তর করার লক্ষে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যকে সামনে রেখে সরকারের বিভিন্ন সেক্টরে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপনের মাধ্যমে মহাকাশে বাংলাদেশ সফলতা অর্জন করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এছাড়া রাস্তা, ঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য, বিদ্যুৎ, বিভিন্ন ভাতা ও বৃত্তি প্রদান, সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

লামা সহকারী তথ্য অফিসার মো. রুহুল আমিন চৌধুরী বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ওপর ২০১৭-১৮ অর্থ বছরে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ওপর ২০৫টি চলচ্চিত্র প্রদর্শন, ৬৪টি সঙ্গীতানুষ্ঠান, ৭টি আলোচনা সভা, ৪টি মহিলা সমাবেশ, ২৩৪টি সড়ক প্রচার, ৩১ হাজার ৯২৫টি পোষ্টার ও পুস্তিকা বিতরণ, ৩৫টি উঠান বৈঠক, ৩৩টি ক্ষুদ্র ও খন্ড সমাবেশ, ২৬০টি পিএ কভারেজ ও ১টি শিশু মেলা প্রদর্শন করা হয়েছে।

 
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions