রামগড়ে দুবৃর্ত্তদের দেয়া আগুনে প্রাইভেট কার পুড়ে ছাই

প্রকাশঃ ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০৪:১৩:০৬ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০২:৫৬:২৯
সিএইচটি টুডে ডট কম ডেস্ক।  খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার বনবিথী এলাকায় দুর্বত্তের দেয়া আগুনে প্রাইভেট কার পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় সামান্য আহত হয়েছে  দু'জন। আহতরা হলেন,  মো. রায়হান ও মো. জালাল।  আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর পরই আহতদের  উদ্ধার করে রামগড় হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারের নিয়ন্ত্রণ আনার আগেই সম্পূর্ণভাবে পুড়ে যায় গাড়িটি।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মুহাম্মদ আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুড়ে যাওয়া গাড়িটি নিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে ফেনী যাচ্ছিলেন আহতরা। পথিমধ্যে রামগড়ের বনবিথী এলাকায় পৌঁছালে একদল দুর্বত্ত গাড়িতে হামলা করে গাড়ীতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় গাড়িতে থাকা রবিউল ও জালালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions