বিলাইছড়ির পাংখোয়া পাড়ায় শিশুদের মাঝে পুষ্টিকর সামগ্রী বিতরণ

প্রকাশঃ ১২ সেপ্টেম্বর, ২০১৮ ০১:৩২:৩৫ | আপডেটঃ ২৬ মার্চ, ২০২৪ ০২:৩৫:৫৮
সিএইচটি টুডে ডট কম, বিলাইছড়ি (রাঙামাটি)। মঙ্গলবার রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দূর্গম পাংখোয়া পাড়ায় চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রামের সুবিধাভোগী শিশুদের মাঝে পুষ্টিকর সামগ্রী বিতরণ করা হয়েছে।

কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় পাংখোয়া পাড়া লাইফ লার্নিং সেন্টারে চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৫১৩, আগাপে এ অনুষ্ঠানের আয়োজন করে।

একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের পদযাত্রা ঘটে।

পাংখোয়া পাড়া চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম পরিচালনা কমিটির সভাপতি সুমসামা পাংখোয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান জয় সেন তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন দাস, রাঙামাটির স্থানীয় এনজিও গ্রীনহিল এর প্রোগ্রাম ডিরেক্টর লাল ছোয়াক লিয়ানা পাংখোয়া, আগাপে’র প্রকল্প সমন্বয়ক পল ত্রিপুরা।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions