রোয়াংছড়িতে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

প্রকাশঃ ১১ সেপ্টেম্বর, ২০১৮ ০৮:২২:৩৩ | আপডেটঃ ২১ মার্চ, ২০২৪ ০৪:৪৪:৪৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড) বিতরণে কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বান্দরবান জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম। এসময় রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান, বান্দরবান জেলা নির্বাচন অফিসার মো: রেজাউল করিম, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা, রোয়াংছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান হ্লাথোয়াইহ্রী মারমা।

জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড) বিতরণে কার্যক্রম অনুষ্টানে জেলা প্রশাসক মো:দাউদুল ইসলাম বলেন, রোয়াংছড়ি বান্দরবানের একটি দূর্গম এলাকা হওয়া সত্ত্বেও বর্তমান সরকার এখানে ব্যাপক উন্নয়ণ করেছে। এখানকার মানুষের চলাচলের জন্য পাহাড়ের বিভিন্ন পাড়ায় রাস্তা নির্মান করেছে। তিনি বলেন, আজ এখানে স্মার্ট কার্ড বিতরনের মাধ্যমে সরকার এখানকার মানুষের জীবনমান আরো উন্নত করেছে।

বান্দরবান জেলার নির্বাচন অফিসার মো: রেজাউল করিম জানান,আজ প্রথম দিন রোয়াংছড়িতে ১৯জনকে এ স্মার্ট কার্ড দেয়া হচ্ছে ,পর্যায়ক্রমে সকল ভোটারকে এ স্মার্ট কার্ড প্রদান করা হবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions