বান্দরবানে ভিজিএফের চাল বিতরণ

প্রকাশঃ ১৮ অগাস্ট, ২০১৮ ০৬:৩১:৫২ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৫:৩৪:০০
সিএইচটি টুডে ডট কম,  বান্দরবান। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বান্দরবান পৌর এলাকার গরীব ও দুস্থদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান সদরের ৯টি ওয়ার্ডের গরীব ও দুস্থদের মধ্যে এই ভিজিএফের চাল বিতরণ করেন।

এসময় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সাথে জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মো:কামরুজ্জামান,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নোমান হোসেন,পৌরসভার সচিব মো:তৌহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি বেসরকারী উর্ধতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় পৌর এলাকার বালাঘাটা,কালাঘাটা,হাফেজঘোনাসহ বিভিন্ন এলাকার গরীব ও অসহায় পরিবারের সদস্য লাইনে দাড়িঁয়ে  ভিজিএফের এই চাল গ্রহণ করে।

বান্দরবান পৌরসভার ব্যবস্থাপনায় এবারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পৌর এলাকার ৪হাজার ৬০০শত পরিবারের মধ্যে প্রতি পরিবারকে ২০কেজি করে সর্বমোট ৯২মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions